ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় সাইমন শরীফ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা থানায় তাকে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালায়।
গ্রেফতার সাইমন শরীফ উপজেলার গোয়ালডাঙ্গি গ্রামের বেলাল শরীফের ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গার কুমার নদে সম্প্রতি কিশোর-যুবকরা স্পিডবোটে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। ১৫ আরই ব্যাটালিয়নের সদস্যরা স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযানে অংশ নেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, যৌথবাহিনী অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করে থানায় দিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/রাজ