Dhaka, Friday | 19 September 2025
         
English Edition
   
Epaper | Friday | 19 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

মঠবাড়িয়ায় ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৬ এএম  (ভিজিটর : ১৬)

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে হামলা, গুলিবর্ষণ, গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ৩ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। 

মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহম্মেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ১০২ জন নামীয় এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।

উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কবুতরখালী গ্রামের হারুন অর রশিদ হাওলাদার বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। 

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা ১১ ঘটিকার দিকে বিএনপির কেন্দ্র ঘোষিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে উপজেলার টিয়ারখালী বাজারের কমিউনিটি ক্লিনিকের সামনে রাস্তার উপর বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে আসামিরা হামলা চালায়৷ এসময় আসামিরা গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, মটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়৷ এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়৷

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বুধবার রাতে ৩ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝