কারিগরী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে বিক্ষোভ ও রোড ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। ২ ঘন্টা ব্যাপী কর্মসূচির কারণে আশপাশে জ্যাম তৈরি হয়ে সাধারন মানুষকে ভোগান্তি পোহাতে হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টা হতে আড়াইটা পর্যন্ত কারিগরী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে সংগঠনের সহ সভাপতি মোঃ ময়নুল ইসলাম মিল্লাত এর সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং বিএসসি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ ও রোড ব্লকেড কর্মসূচি রংপুর মহানগরীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হয়। এর আগে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাপলা চত্বরে এসে ব্লকেড কর্মসূচি পালন করেন তারা।
উক্ত বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা, বিএসসি প্রকৌশলী কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির তীব্র নিন্দা জানান। সেই সাথে প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং বিএসসি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন কারিগরী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সহ সভাপতি মোঃ মোয়াজ হোসেন, সদস্য মোঃ আরাফাত হোসেন, মোঃ সাগর হোসেন, মোঃ সাদিক।
উক্ত বিক্ষোভ ও রোড ব্লকেড কর্মসূচিতে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটসহ রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি, ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এদিকে ব্লকেড কর্মসূচির কারণে শাপলা চত্বর হয়ে লালবাগ, মডার্ন মোড়, জাহাজ কোম্পানী, মেডিকেল মোড়, কামারপাড়া, টার্মিনাল, স্টেশনসহ মহানগরীর বিভিন্ন স্থান যাতায়াতে সাধারন মানুষকে আচমকা বিপাকে পরেন। অনেকে এসে ছাত্রদের রাস্তা ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন। এতে কোন কাজ না হওয়ায় কেউ বিকল্প পথ খুজে নেন।
এ সময় কয়েকজন অটো ও রিক্সা চালক বলেন, আমরা সারাদিনে ৪-৫০০ টাকা ইনকাম করি এখানে প্রায় দের ঘন্টা থেকে বসে আছি আমাদের এই লোকসান কে পোষায় দিবে। তাই প্রশাসনের প্রতি আমাদের আবেদন রাস্তা বন্ধ করে যেন আর কেউ কোন কর্মসূচি পালন না করে।
এফপি/অআ