Dhaka, Tuesday | 16 September 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 16 September 2025 | English
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
দেশীয় বাজারে নতুন পারফিউম—‘আফিফা’ নিয়ে এলেন মেহেদী হাসান বাপ্পি
শিরোনাম:

ভাঙ্গায় অবরোধের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত ১৫০ জন

প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৩ এএম  (ভিজিটর : ১৪)

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯০ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এছাড়া আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন। তিনি জানান, রোববার ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় এক নম্বর আসামি করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে (৬০)। তাকে শনিবার ভোরে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। মামলার দুই নম্বর আসামি হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোকন মিয়া (৫০)।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আসামিরা ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের সুয়াদী সাকিন এলাকায় সিসিবিএল তেল পাম্পের সামনে সমবেত হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। আসামি ম. ম সিদ্দিক মিয়ার নেতৃত্বে তারা মহাসড়কে বড় গাছ ফেলে, টায়ারে আগুন ধরিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে তারা অমান্য করে মারমুখী অবস্থান নেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী এসআই হাবিবুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, "মামলায় ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত আসামি রয়েছে। প্রধান আসামি ম. ম সিদ্দিক মিঞাকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।"

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, "মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।"

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩০০ আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পরদিন থেকেই ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি চলছে। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক দিয়ে চলাচলকারী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল ব্যাহত হয়।

এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝