Dhaka, Tuesday | 16 September 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 16 September 2025 | English
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
দেশীয় বাজারে নতুন পারফিউম—‘আফিফা’ নিয়ে এলেন মেহেদী হাসান বাপ্পি
শিরোনাম:

ভাঙ্গায় আবারও সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৮ এএম  (ভিজিটর : ১০)

ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকা বিক্ষোভ কর্মসূচি সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সড়ক অবরোধে রূপ নেয়।

আন্দোলনকারীরা ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে এবং বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ শুরু করেন। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করলেও বেলা ১১টার দিকে মহাসড়কে নেমে টায়ার জ্বালিয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা। এতে দুটি মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার রনি ব্যাপারী জানান, ঢাকা থেকে দক্ষিণবঙ্গগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত রেল অবরোধের কোনো ঘটনা ঘটেনি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, "যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা ও বিভাগীয় সদর থেকে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব এবং বিপিএন মোতায়েন রয়েছে। হঠাৎ করেই আন্দোলনকারীরা সড়ক অবরোধ শুরু করায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।"

একই তথ্য নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, "সকাল থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও হঠাৎ টায়ার জ্বালিয়ে ও খুঁটি ফেলে অবরোধ শুরু হয়। এতে দুটি মহাসড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং নতুন করে যানজটের সৃষ্টি হয়েছে।"

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, "সকাল থেকেই উপজেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সড়কে মানুষের ভোগান্তি কমাতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে।"

প্রসঙ্গত, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গত পাঁচ দিন ধরে স্থানীয়রা মহাসড়ক ও রেলপথে অবরোধ কর্মসূচি পালন করে আসছে। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।


এফপি/অআ






সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝