গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারিসহ চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্যাংকের মাঠ বস্তি এলাকার মৃত রাজা মিয়ার ছেলে রিপন মিয়া(৪৫), জজ মিয়ার ছেলে আল আমীন (৩০), খোরশেদ মিয়ার মিয়ার মেয়ে কুলসুম বেগম (৩৫) ও মৃত দিগন্ত বর্মনের ছেলে অজিত বর্মন।
পুলিশ জানায়, যৌথবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার রাত সাড়ে নয়টার দিকে ব্যাংকের মাঠ বস্তির একাংশে অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১শত ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আধা কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯শত টাকা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/অআ