বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে নাটোর জেলার গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: আয়েশা আক্তার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক মনোনয়ন শেষে জেলা পর্যায়ে নির্বাচন করা হয়। এর আগে তিনি বাগাতিপাড়া উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছিলেন। এবার তিনি জেলার সম্মাননা অর্জন করলেন। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে জেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে।
আয়েশা আক্তার শুধু শিক্ষক হিসেবেই নয়, বরং বিভিন্ন অর্জনের মাধ্যমে ইতোমধ্যেই জেলার শিক্ষাঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি পূর্বে শিক্ষা ও চাকরিতে সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। এছাড়া শিক্ষক বাতায়ন প্ল্যাটফর্মে উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন দেশসেরা উদ্ভাবক খেতাব।
গুণী শিক্ষক নির্বাচিত হয়ে আয়েশা আক্তার বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অনেক বড় সম্মান। আমি বিশ্বাস করি, প্রতিটি শিশুই আলোকিত মানুষ হওয়ার যোগ্য। তাদের গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
তার এ অর্জনে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এফপি/রাজ