কিংবদন্তি এই শিল্পীর জন্ম নাটোরে হলেও বাবার কর্মসূত্রে তার শৈশব-কৈশোর কেটেছে কুষ্টিয়ায়। লালনের গান করায় শিল্পীর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে শহরটিতে।
বরেণ্য লালনশিল্পী ফরিদা পারভীনকে তার শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরে দাফন করা হয়েছে।
কুষ্টিয়া পৌর কবরস্থানে তার দ্বিতীয় জানাজা শেষে রোববার রাত ৯টার পরে তাকে দাফন করা হয়।
এর আগে রাত সাড়ে ৮টায় কিংবদন্তি এই শিল্পীর মরদেহবাহী ফ্রিজিং গাড়ি এসে পৌঁছায় কুষ্টিয়া পৌর কবরস্থানের সামনে। সেখানে রাত ৮টা ৪০ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন তার পরিবারের সদস্য, চিন্তক ও কলামনিস্ট ফরহাদ মজহার, লালন গবেষক ও লেখক লালিম হক, কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি, সংগীত শিল্পী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা।
তারা সন্ধ্যা থেকেই ফরিদা পারভীনের মরদেহ কুষ্টিয়ায় আসার অপেক্ষায় ছিলেন। মাগরিবের পর তার দাফন হওয়ার কথা থাকলেও মরদেহবাহী গাড়ি কুষ্টিয়ায় পৌঁছাতে দেরি হওয়ায় পরে সময় বদলে এশার পরে নির্ধারণ করা হয়। এর আগে বিকালে তার জন্য কবর প্রস্তুত করা হয়।
রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাত সোয়া ১০টায় মারা যান ফরিদা পারভীন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
রোববার বৃষ্টিভেজা দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে লালন গানের বরণ্য শিল্পী ফরিদা পারভীনের প্রতি শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরে জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশবাহী গাড়িতে করে শিল্পীর মরদেহ কুষ্টিয়ায় পথে রওনা হয়।
এ শিল্পীর ইচ্ছে অনুযায়ী কুষ্টিয়া পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরে তাকে দাফন করার কথা আগেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল।
কিংবদন্তি এই শিল্পীর জন্ম নাটোরে হলেও বাবার কর্মসূত্রে তার শৈশব-কৈশোর অতিবাহিত হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া লালনের গান করায় শিল্পীর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে শহরটিতে। সেখানে গেলে প্রাণ ভরে স্বস্তির সময় কাটাতেন।
এফপি/আরআই