Dhaka, Saturday | 13 September 2025
         
English Edition
   
Epaper | Saturday | 13 September 2025 | English
ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাল বন্ধ
নাশকতা মামলায় আদমদীঘিতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার
নেছারাবাদে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবি জিনের আছর
শিরোনাম:

প্রথমবার পডকাস্টে মৌ, জানালেন অজানা অধ্যায়

প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৪ পিএম  (ভিজিটর : ৭৬)

দীর্ঘ ৩৬ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম কোনো পডকাস্টে অংশ নিলেন দেশের শীর্ষ মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। জনপ্রিয় অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর সপ্তম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি। পর্বটি প্রচার হবে শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

দেশের সবচেয়ে জনপ্রিয় নারী মডেল হিসেবে তাকে অনেকেই উল্লেখ করেন। তবে মৌ খেতাবটি নিজের কাঁধে নিতে চান না। তিনি বলেন, “আমার পরেও অনেকে দারুণ কাজ করেছে। তবে নতুন প্রজন্মের অনেকেই আমার নাম মনে রাখে, এজন্য আমি কৃতজ্ঞ।”

মডেলিং ও নাচে এখনও সমানতালে কাজ করছেন মৌ। তবে অভিনয়ে একইরকম আগ্রহ ছিল না তার। তিনি জানান, প্রথম নাটক প্রচারের পর বন্ধুরাই তাকে নিরুৎসাহিত করেছিলেন। “এটা স্বীকার করতেই হবে, মডেলিং আর নাচে যতটা সময় দিয়েছি, অভিনয়ে ততটা দিইনি।”

নব্বই দশকের মডেলিং সার্কেলের আন্তরিকতার কথা স্মরণ করেন মৌ। বিশেষ করে সহকর্মী নোবেলের সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গে তিনি বলেন, “নোবেল আমার বন্ধু। সবসময় আমাকে প্রটেক্ট করেছে। আমাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা আছে, এজন্যই হয়তো আমাদের জুটির রসায়ন এতটা গ্রহণযোগ্য ছিল।”

পডকাস্টে মুম্বাইয়ে বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের স্মৃতিও টেনে আনেন মৌ। তিনি বলেন, “শমী কায়সার, বিপাশা হায়াত, আফসানা মিমিদের সঙ্গে ঘোড়ার গাড়িতে ঘুরেছি। তারা তখনকার সুপারস্টার ছিলেন, আর আমি কিছুই নই।”

১৯৮৯ সালে মডেল হিসেবে যাত্রা শুরু করেন সাদিয়া ইসলাম মৌ। নাচের ক্ষেত্রেও তিনি সমানভাবে স্বীকৃত। অভিনয়ে তিন দশক পূর্ণ হলেও সে জায়গায় তেমন সাফল্য পাননি, তবে মডেলিং ও নাচে এখনো তিনি শীর্ষ অবস্থান ধরে রেখেছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝