Dhaka, Thursday | 4 September 2025
         
English Edition
   
Epaper | Thursday | 4 September 2025 | English
জাতির সেবায় আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্য সবসময় প্রস্তুত: মহাপরিচালক
বেবিচক চেয়ারম্যানের সাথে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালকের সাক্ষাৎ
লোহাগাড়া দরবেশ হাট ডিসি সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে
ডাকসু নির্বাচন নিয়ে ফুলকোর্টে শুনানি আজ
শিরোনাম:

শিল্পকলায় শ্রীলঙ্কা-বাংলাদেশ কালচারাল সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম  (ভিজিটর : ৭)

বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত মঙ্গলবার The Role of Youth in Cultural Exchanging between two Countries Development শীর্ষক সেমিনার আয়োজন করে। শিল্পকলার কনফারেন্স হলে বাংলাদেশে ১০ দিনের সফরে আসা শ্রীলংকান ইউথ টিম এ সেমিনারে অংশগ্রহণ করে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. ওয়ারেছ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ২১শে পদকপ্রাপ্ত স্বনামখ্যাত শিল্পী ফাতিমাতুজ্জোহরা, শিল্পী ও সেন্সর বোর্ডের সদস্য শাহেদ আলী, অভিনয় শিল্পী ও লেখক কাজী আসাদ, অভিনেতা আব্দুল আজীজ, অভিনয় ও নৃত্য শিল্পী দীপা খন্দকার, সাংস্কৃতিক সংগঠক রফিকুল ইসলাম, অভিনেত্রী প্রমা আজীজ , শ্রীলংকান ইউথ দলনেত্রী, সাবেক ফুটবলার-সংগঠক রেহানা পারভিন বক্তব্য রাখেন।

নাট্য নির্দেশক ও জেনেসিস থিয়েটার এর সভাপতি নূর হোসেন রানা, hope 87 Bangladesh এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. রেজাউল করীম এবং শিল্পকলা একাডেমির পরিচালক প্রদ্যোত কুমার দাসের স্বাগত বক্তব্য শেষে বাংলাদেশ ইউথ ভয়েস থেকে মতামত ব্যক্ত করেন নুতন প্রজন্মের প্রতিনিধি নাফিস লাবীব, নুসরাত লিয়া, তিতলী, নাজমুছ সাকিফ। শিশু সংগঠক জেনেসিস থিয়েটার এর জিএস মোস্তাফিজ সুজনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক খন্দকার শাহ আলম, সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিক, আল আমীন বিন হাসিম, কচিপাতা সম্পাদক আলেয়া আলো, সেন্টার ফর বাংলাদেশ থিয়েটার এর সাধারণ সম্পাদক ‘এম এ হামিদ, ইউথ প্ল্যাট ফরমের কাজী মঞ্জুরুল আজিজ রুবেল, ফিন্যান্সিয়াল পোস্ট এর জার্নালিস্ট গাজী মামুন।

বক্তারা ‘৭১এর মহান মুক্তিযুদ্ধে ও ২০২৪ জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, এতদিন যুবকদের সঠিক মূল্যায়ন করা হয়নি। নুতন প্রজন্মরাও অনেকভাবে দেশকে এগিয়ে দিতে পারবে। এক্ষেত্রে সাংস্কৃতিক বিনিময়ে দুই দেশের উন্নয়নে যুবদের ভূমিকা অনেক। সার্ককে এক্টিভ করা হলে, এ চেষ্টা সফল হতে পারে। ভবিষ্যতে এমন সাংস্কৃতিক মত বিনিময় হলে, পারস্পারিক সম্প্রীতিও বাড়বে। পরিশেষে শিল্পকলা একাডেমিকে এধরণের আরো উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝