মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ মুক্তির পর পেরিয়ে গেছে ১৩ দিন। এই সময়ে ছবিটি ভারতে আয় করেছে ২৭৩ দশমিক ৫০ কোটি রুপি। আর বিশ্বব্যাপী আয় গিয়ে ঠেকেছে ৪০০ কোটি রুপির ঘরে। ছবিটির এই সাফল্য পেছনে ফেলেছে আমির খানের ‘সিতারে জমিন পার’ (২৬৪ কোটি) এবং শাহিদ কাপুরের ‘কবীর সিং’ (৩৭৯ কোটি)-এর মতো সুপারহিট ছবিকে।
আহান পাণ্ডে ও আনীত পাড্ডার রূপালি পর্দায় অভিষেক 'সাইয়ারা' ছবি দিয়ে। দুই নবাগতকে নিয়ে নির্মিত ছবিটির এমন সাফল্য বলিউডে আর নেই। খবর এনডিটিভির
মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ছবিটির দৈনিক আয় কিছুটা কমলেও বক্স অফিসে এখনও হিট। গত সোমবার আয় ছিল ৯ দশমিক ২৫ কোটি, মঙ্গলবার ১০ কোটি এবং বুধবার ৭ কোটি রুপি। সবমিলিয়ে এ পর্যন্ত ছবির আয় দাঁড়িয়েছে ২৭৩ দশমিক ৫০ কোটি রুপি (ভারতে) এবং বিশ্বজুড়ে ৪০০ কোটির বেশি।
এদিকে পহেলা আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ধর্ম প্রোডাকশনের ‘ধড়ক-২’ এবং অজয় দেবগনের ‘সন অব সরদার-২’। ছবি দুটি মুক্তির পর ‘সাইয়ারা’ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেকে।
যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘সাইয়ারা’ মূলত প্রেম, বিচ্ছেদ ও স্মৃতিভ্রষ্টতার এক আবেগঘন গল্প। আহান পাণ্ডে অভিনীত ‘কৃষ কাপুর’ এক তরুণ সংগীতশিল্পী, আর আনীত পাড্ডার চরিত্র ‘ভানী বাত্রা’ একজন তরুণ লেখিকা, যিনি অল্প বয়সেই আক্রান্ত হন আলঝেইমার্স রোগে। এমন এক গল্পে এগিয়ে চলে ছবি।
এফপি/এমআই