শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন শাহরুখ খান। মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পান অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আঘাত এতটাই গুরুতর যে আগামী দুই মাস শুটিং করতে পারবেন না শাহরুখ।
শরীরের ঠিক কোন অংশে চোট পেয়েছেন কিং খান, সেটা এখনও প্রকাশ করেননি সিনেমাটির সংশ্লিষ্টরা। তবে শোনা যাচ্ছে, পেশিতেই আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসার জন্য শিগগিরই তাঁকে যুক্তরাষ্ট্রে যেতে হবে।
এর আগেও স্টান্ট করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছেন শাহরুখ খান। তবে এবারের আঘাত একটু জটিল বটে। আগামী এক-দুই মাস শাহরুখকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে এখনই তাঁর শুটিংয়ে ফেরা হচ্ছে না। পুরোপুরি সুস্থ হয়ে তবেই সেটে ফিরবেন।
এই হিসাবে আগামী সেপ্টেম্বরের শেষদিকে কিংবা অক্টোবরের মাঝামাঝি সময়ে আবারও কিং সিনেমার শুটিং শুরু হতে পারে।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাস থেকেই স্পাই থ্রিলার ঘরনার ছবি কিং’র শুটিং শুরু হয়েছে। মেগাবাজেটের এই সিনেমা মুক্তি পাবে ২০২৬ সালে। এতে গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন বাদশাকন্যা সুহানা।
এফপি/এমআই