বিশ্ববিখ্যাত হেভি মেটাল গায়ক ওজি অসবর্ন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রক আইকন। তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ওজি আজ সকালে চিরবিদায় নিয়েছেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন এবং ভালোবাসায় ঘেরা অবস্থায় শান্তিতে মারা গেছেন।
মাত্র কয়েক সপ্তাহ আগে অসবর্ন তার ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’-এর সদস্যদের সঙ্গে পুনর্মিলনী কনসার্টে অংশ নিয়ে ভক্তদের জন্য এক আবেগঘন বিদায় জানান।
১৯৬০-এর দশকের শেষভাগে ব্ল্যাক সাবাথ ব্যান্ডের মাধ্যমে হেভি মেটালের সূচনা করেন ওজি অসবর্ন। এরপর একক ক্যারিয়ারেও তিনি বিপুল সাফল্য অর্জন করেন। ‘আয়রন ম্যান’, ‘প্যারানয়েড’, ‘ওয়ার পিগস’, ‘ক্রেজি ট্রেন’ ও ‘চেঞ্জেস’-এর মতো গানে তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন।
স্টেজে নানারকম অদ্ভুত ও বিতর্কিত কাণ্ডকারখানার জন্য বিশ্বজুড়ে আলোচিত ছিলেন ওজি ওসবার্ন। কখনো বাদুড়ের মাথা কামড়ে খাওয়া, কখনো কনসার্টে দর্শকদের দিকে কাঁচা মাংস ছুড়ে দেওয়ার মতো ঘটনায় তিনি যেমন শিরোনামে এসেছেন, তেমনি বারবার মাদক ও মদ্যপানের কারণে সমালোচনার মুখেও পড়েছেন।
রক সংগীতজগতে তিনি জনপ্রিয়তা পেলেও ধর্মভিত্তিক রক্ষণশীল গোষ্ঠী বরাবরই তাকে ঘৃণা করত; তাদের অনেকেই মনে করত, অসবর্ন শয়তানের উপাসক।
এমটিভির রিয়েলিটি শো ‘দ্য অসবর্নস’-এর মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি। এই অনুষ্ঠানে তার লস অ্যাঞ্জেলেসের বাসায় স্ত্রী শ্যারন ও সন্তান কেলি এবং জ্যাকের সঙ্গে কাটানো ব্যতিক্রমধর্মী ও কিছুটা বিশৃঙ্খল পারিবারিক জীবন তুলে ধরা হয়।
বিগত কয়েক বছর ধরেই ওজি অসবর্ন পারকিনসন রোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ২০১৯ সালে এক দুর্ঘটনার পর থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। শেষ পর্যন্ত সেই সব জটিলতা থেকেই তার মৃত্যু ঘটে।
এফপি/এমআই