Dhaka, Thursday | 24 July 2025
         
English Edition
   
Epaper | Thursday | 24 July 2025 | English
গোয়ালন্দ ফায়ার সার্ভিস সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ
ক্রমান্বয়ে ছোট হয়ে যাচ্ছে যমুনেশ্বরী নদী চরের বেদে বহর
আদমদীঘিতে নারীসহ দুই জনের আত্মহত্যা
শিরোনাম:

টঙ্গিবাড়ীতে অভিযানের পরেও চলছে পুকুরসহ বিস্তীর্ণ ভূমি ভরাট

প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:০০ পিএম  (ভিজিটর : ১৪)

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া ব্রিজ সংলগ্ন স্থানে পুকুরসহ বিস্তীর্ণ কৃষি জমি অবৈধভাবে ভরাট বাণিজ্য চলছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার পুকুর নালাসহ সকল ধরনের ভূমি ভরাট করছে কতিপয় ভূমিদস্যু। ভরাট শেষে হাউজিং প্লট আকারে বিক্রি করবেন বলে জানান ওই ভূমি ভরাটকারী জয়নাল।

স্থানীয়রা জানান, ওই ভরাটকৃত জমির মধ্যে অনেক জমিই খ তফসিলভূক্ত ছিলো। পরে জাল দলিল করে ওই সমস্ত জমি হাতিয়ে নেয় একটি চক্র। জাল দলিলের পরে এখন ভরাট করে বিক্রির পায়তারা চালাচ্ছে কতিপয় ব্যাক্তি।

নাম না প্রকাশ করার শর্তে স্থানীয়রা আরো জানান,  দির্ঘদিন যাবৎ জয়নালসহ কয়েকজন ড্রেজার বসিয়ে জমি ভরাট করছেন। আবদুল্লাপুর ইউপি সদস্য সালাহউদ্দিন মেম্বার এর ড্রেজার দ্বারা এই ভরাট কাজ চলছে। ৩ দফা অভিযান চালিয়ে  ভরাট কাজে  ব্যবহৃত  খননযন্ত্র ভেঙ্গে দিয়ে যায় টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন। এখন দিনের বেলায় ভরাট কাজ বন্ধ থাকলেও রাতের আধারে চলছে ভরাট। 

সরেজমিনে গিয়ে দেখা যায় পাইকপাড়া স্কুলের পাশের বিজের পূর্ব উত্তর পাশ হতে শুরু করে বিস্তির্ণ জমির মধ্যে ফেলা হচ্ছে বালি। 

ওই ভরাট কাজের শ্রমিক জিয়া বলেন, জয়নালের জমি ভরাট করছেন সালাউদ্দিন মেম্বার। ভরাট কাজের ড্রেজারটির রক্ষণাবেক্ষণ কাজের সাথে সে যুক্ত। এ সময় ড্রেজার মালিকের সাথে কথা বলতে চাইলে সে সেলিম নামের এক ব্যাক্তিকে মুঠোফোন ধরিয়ে দেন।

মুঠোফোনে সেলিম বলেন, এ জায়গাটা এক মেজরের জমি, উনার নির্দেশে জয়নাল মাটি ভরাট করতেছে।

আপনি কেন এ ব্যাপারে কথা বলছেন জানতে চাইলে তিনি বলেন, ড্রেজারটি আমাদের। আমরা কয়েকজন মিলে ওই ড্রেজারটি এই এলাকায় এনেছি।

এ ব্যাপারে অভিযুক্ত জয়নাল আবেদিন বলেন, এখানে ১ একর ২৪ শতাংশ জমি আমি আরএস রেকর্ডে মালিকের নিকট হইতে ক্রয় করেছি। এখানে কোন খ তফসিলের সম্পত্তি নাই।

সম্পত্তি ভরাট করে কি করবেন জানতে চাইলে তিনি বলেন- ভরাট করে প্লট আকারে বিক্রি করবো।

অভিযান চালিয়ে ভেঙ্গে দেওয়ার পরেও কেন ভরাট করছেন জানতে চাইলে তিনি বলেন, আমার জানামতে ৪/৫ দিন যাবৎ কাজ বন্ধ রয়েছে।

এ ব্যাপারে অপর অভিযুক্ত ড্রেজার মালিক সালাহউদ্দিন বলেন, আমি না এলাকার পোলাপাইনে চালায়। কে কে চালায় জানতে চাইলে সে বলে সেলিম, ইউনুস খান ওরা চালায়।

ভরাটকৃত জমির মধ্যে ভেজাল আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কিছুটা ঝামেলা থাকতে পারে। ঝামেলার ব্যাপারে জয়নাল ভালো বলতে পারবে।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিস্তারিত লোকেশন দেন খোজঁ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝