শেরপুরের নালিতাবাড়ীতে জমি বিক্রি করে টাকা চাওয়াকে কেন্দ্র করে নিজের বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারাত্মক জখম ও রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
সোমবার (২১ জুলাই) বিকেলে নন্নী ইউনিয়নের কন্যাডুবি এলাকায় বাড়ির সামনে নন্নী-বোরো মারি সড়কের পাশে প্রকাশ্যে রাস্তায় ফেলে ৭৩ বছর বয়সী বৃদ্ধ আদম আলীকে উপর্যুপরি পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে ছেলে রিপন মিয়া (৩৫)। বৃদ্ধ বাবা আদম আলী বর্তমানে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার দুপুরে বৃদ্ধ বাবাকে ডেকে জমি বিক্রি করে টাকা চায় রিপন। বাবা আদম আলী জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবাকে আঘাত করে রক্তাক্ত জখম করে। আহত আদম আলীর ডাক-চিৎকারে তৃতীয় স্ত্রী এগিয়ে এলেও মারধর করতে থাকে। পরে আশেপাশে থাকা লোকজন এসে গুরুতর আহত অবস্থায় আদম আলীকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানায়, কন্যাডুবি গ্রামের গ্রামের বৃদ্ধ আদম আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে রিপন মিয়া খুব উশৃংখল। সে প্রায়ই তার বাবাকে টাকার জন্য মারধোর করে। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে।
হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ বাবা আদম আলী জানান, আমার ছোট ছেলে রিপন খুবই উশৃংখল ও বেয়াদব। সে প্রায়ই আমার কাছে জমি বিক্রি করে টাকা দাবী করে। অথচ আমি আমার সকল সন্তান ও স্ত্রীদের জমি হিসাব করে ভাগ করে লিখে দিয়েছি। এখন আমার থাকার যায়গা টুকুও বিক্রি করে টাকা চায়। আমি রাজি না হওয়ায় সে আমাকে মেরে ফেলতে চায়। এর আগেও আমাকে সে কয়েকবার মারধোর করেছে। আমাকে যেন আর না মারতে পারে এজন্য আমি ন্যায্য বিচার চাই।
অভিযুক্ত ছেলে রিপন মিয়া বলেন, তার বাবা একজন খারাপ প্রকৃতির লোক। তার একাধিক স্ত্রী রয়েছে। পারিবারিক বিষয়ে বাবাকে অভিযোগ দিলে তিনি অভিযোগ আমলে নেননা। তাই ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আঘাত করতে যাই। তবে আমার লাঠির আঘাত বাবার শরীরে লেগেছে কিনা আমি জানি না।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জমি সংক্রান্ত বিষয়ে সন্তানের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
এফপি/রাজ