Dhaka, Saturday | 19 July 2025
         
English Edition
   
Epaper | Saturday | 19 July 2025 | English
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
হারিয়ে যাচ্ছে সুন্দরবন উপকূলে তালগাছ, রোপণে নেই আগ্রহ
জুলাইযাত্রা—কুবি ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়
আজ ফ্রি ১ জিবি ইন্টারনেট পাবেন যেভাবে
শিরোনাম:

গ্রিসের সমুদ্র সৈকতে কারিনার ‘লুঙ্গি ডান্স’

প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:১৩ পিএম  (ভিজিটর : ২৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ঘুরতে ভালোবাসেন। একটু ফুরসত মিললেই বেরিয়ে পড়েন এখানে-সেখানে। এবার দুই সন্তানকে নিয়ে গ্রিসে ছুটি কাটাতে গেছেন সাইফ-কারিনা দম্পতি। সেখান থেকেই পুরোদস্তুর হলিডে মুডে ধরা দিলেন অভিনেত্রী। তবে নজর কাড়ল সমুদ্র সৈকতে বেবোর ‘লুঙ্গি স্টাইল’!

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, লুঙ্গি পরেই ভারতীয় অভিনেত্রী এমন আগুন রূপে ধরা দিলেন যে, আশপাশের পর্যটকরাও চোখ ফেরাতে পারলেন না তার থেকে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন কারিনা। সেখানেই দেখা গেল, হলদে বিকিনির সঙ্গে স্কার্ট স্টাইলে লুঙ্গি পরেছেন তিনি। আর শুধু নিজে পরেই ক্ষান্ত হননি তিনি, বরং অনুরাগীদেরও লুঙ্গি পরে দেখার পরামর্শ দিয়েছেন নবাববেগম। ক্যাপশনে লেখা- ‘গ্রিসের সৈকতে লুঙ্গি ড্যান্স করলাম। দারুণ মজা হল। সকলেরই পরে দেখা উচিত।’

বলা দরকার, ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে শাহরুখ-দীপিকার লুঙ্গি ড্যান্স দেখে মজেছিল সিনেমাপ্রেমীরা। এবার বেবোও লুঙ্গি ড্যান্সে মজলেন। তবে দেশে নয়, বিদেশের মাটিতে।

গত জানুয়ারি মাসেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে সাইফ-কারিনাকে। বান্দ্রার শদগুরু শরণে আততায়ীর হামলায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সাইফকে। কঠিন সময় পেরিয়ে এবার গ্রিসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন বলিউডের এই তারকা দম্পতি। সঙ্গী তাদের দুই সন্তান জেহ এবং তৈমুর।

 প্রসঙ্গত, বলিউডে দুই দশক কাটিয়ে ফেলেছেন কারিনা কাপুর খান। অভিনেত্রী, দুই সন্তানের মা, ভোপালের নবাব পরিবারের ‘শেষ বেগম’ ঘর-সংসার এবং কাজ দুটোই সমান তালে চালাচ্ছেন। চল্লিশোর্ধ্ব হলেও তার গ্ল্যামারের ঝলকানিতে আজও তরুণ হৃদয় তোলপাড় হয়! এবার বিকিনির সঙ্গে লুঙ্গি পরে শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী।

নেটিজেনদের মতে, ‘প্রিয়াঙ্কা নয়, দেশি গার্ল-এর তকমা পাওয়া উচিত কারিনারই।’ একপক্ষ আবার উল্টো স্রোতে ভেসে মত দিয়েছেন, ‘বিদেশে লুঙ্গি পরায় যে বেবোকে দেশি গার্ল বলতে হবে, সেটা অর্থহীন!’

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝