অতিরিক্ত বৃষ্টির কারণে বগুড়ার সোনাতলা উপজেলার জনগুরুত্বপূর্ণ হরিখালী বাজার মোড় কাঁদা-পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। কাদা-পানির কারণে সৃষ্ট জনদুর্ভোগে এখন নাকাল হরিখালীবাসী।
বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি এলাকা হরিখালী।
হরিখালীতে রয়েছে বড় বাজার, টেকনিক্যাল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয়, খাদ্য গোডাউন, উপ স্বাস্থ্য কেন্দ্র, কিণ্ডারগার্টেন স্কুলসহ, বড় বড় বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান।
নদীতীরের তেকানী চুকাইনগর, পাকুল্লা ইউনিয়নসহ পার্শ্ববর্তী সারিয়াকান্দি ও সাঘাটা উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন গুরুত্বপূর্ণ এই হরিখালী বাজার হয়ে সোনাতলা উপজেলা সদর ও বগুড়া সদরের সাথে যোগাযোগ করে থাকে। হাজার হাজার শিক্ষার্থী, ব্যবসায়ী ও শ্রেণিপেশার মানুষের পদভারে মুখরিত থাকে গুরুত্বপূর্ণ এই জনপদ। কিন্তু হরিখালী বাজারের হরিখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি সড়ক মোড়ের তথৈবচ অবস্থার কারণে চরম বিড়ম্বনায় পড়েছে শিক্ষার্থী-শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ অসংখ্য পথচারী।
বেশ কয়েকবছর আগে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সোনাতলা- হরিখালী-তেকানী চুকাইনগর সড়কটির সংস্কার হলেও হরিখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক মোড়টির উভয়পার্শ্বে জায়গার মালিকানা জটিলতায় মামলার কারণে থেমে যায় সংস্কার কাজ। আর তখন থেকেই শুরু বিড়ম্বনার। সামান্য বৃষ্টি হলেই হাটু পানি ও কাদায় নিমজ্জিত হয়ে যায় ওই মোড়টি। কাদা ও হাটু পানি মাড়িয়ে বছরের অধিকাংশ সময় ওই মোড়টি অতিক্রম করতে হয় সর্বসাধারণদের। গত দুইমাসের টানা বৃষ্টিতে এবছর ওই সড়ক মোড়টির অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।
ভুক্তভোগী জনসাধারণের দাবি আদালতে মামলা থাকা সড়ক মোড়টির দুই পাশের বিবদমান জায়গা বাদ দিয়ে সড়কটির মাঝখানের নিষ্কন্টক জায়গায় ইট-বালু ফেলে চলাচল উপযোগী করা হোক।
এ ব্যাপারে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সাথে কথা বললে তিনি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলতে বলেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার জানান, ‘রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের। তারপরেও আমরা সরেজমিনে দেখে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সচেষ্ট থাকবো।’
এফপি/রাজ