জামালপুরের মাদারগঞ্জে ট্রলি দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া কিশোর নাইম (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাইমের রিক্সাচালক বাবা রাঙা মিয়া।
বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বালিজুড়ী বাজার-তেঘরিয়া সড়কের পলাশপুর কালারবাড়ী মোড় এলাকায় দ্রুত গতির একটি ইট বোঝাই ট্রলির সাথে বাইসাইকেলের সংঘর্ষ হয়। এসময় গাছের সাথে ট্রলির ধাক্কা লাগে। এতে ট্রলির হেলপার নাইম এর হাটু থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় বাইসাইকেল চালক জাকিরুল ইসলাম (৩২) এর অণ্ডকোষ ফেটে যায় ও ট্রলি চালক শিপন (১৫) বুকে আঘাত পান।
পরে আশপাশের লোকজন এসে পা বিচ্ছিন্ন নাইম ও আহত জাকিরুল ইসলাম ও শিপনকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনেন। পরে চিকিৎসকের পরামর্শে নাইম এর পরিবারের লোকজন তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যেটি পঙ্গু হাসপাতাল নামে পরিচিত সেখানে ভর্তি করান। অণ্ডকোষ ফেটে গুরুতর আহত জাকিরুল কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে ট্রলি চালক শিপন জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হোন। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৪ জুলাই অবস্থার অবনতি হওয়ায় নাইমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ বিভাগে ভর্তি করা হয়। ২ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এই মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এফপি/এমআই