শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি) ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আঃ হাই নিজামী। তিনি নবী করিম (সঃ)-এর জীবনাদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ সমাজ গঠনের উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীজির জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সহনশীলতা, মানবিকতা ও নৈতিকতার চর্চার মাধ্যমে ব্যক্তিজীবন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠির উপপরিচালক জনাব মোঃ আলম। জেলা প্রশাসন ঝালকাঠি ও ইসলামিক ফাউন্ডেশন, ঝালকাঠির যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
এফপি/আরআই