Dhaka, Friday | 22 August 2025
         
English Edition
   
Epaper | Friday | 22 August 2025 | English
৮০ শতাংশ বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার, প্রতিকার মেলে না কোথাও
টঙ্গীতে জায়গা সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম
সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর
ইতিহাসের ওপর মব আক্রমণ চলছে: সারা হোসেন
শিরোনাম:

টেন্ডার ছাড়ায় রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গাছ কেটে সাবাড়

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৯:৪১ পিএম  (ভিজিটর : ৩)

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক গাছ কোনো টেন্ডার ছাড়ায় কেটে সাবাড় করা হয়েছে। বন বিভাগ জানিয়েছে গাছ কাটার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।

রাজশাহী নগরীর সিলিন্দায় ২০৫ বিঘা আয়তনের বিশাল জায়গা অধিগ্রহণ করে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ক্যাম্পাসটি গড়ে তোলা হচ্ছে। লুট হয়ে গেছে আগে থেকেই থাকা অসংখ্য তাজা গাছ। এর গাছ লুটের সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তাসহ একজন সিন্ডিকেট সদস্য। এর আগে প্রায় সাড়ে ৫ হাজার আম গাছের প্রায় ২০ লাখ টাকার আম গোপনে বিক্রি করে এ চক্রটি। কিন্তু সেই টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা না দিয়ে আত্মসাত করা হয়। তবে পেছনের তারিখে লিজ দেখিয়ে ওই আমের কিছু টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা দেওয়ার চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয়ের হিসাব মতে, নির্মাণাধীন ক্যাম্পাস চত্তরে প্রায় ৭ হাজার ৩০০ আম গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এর মধ্যে বেশ ভাগই আম গাছ। সেগুলো কেটে বিক্রির জন্য নাম্বারিং করা হলেও এখনও কোনো দরপত্র হয়নি কিংবা কার্যাদেশও দেওয়া হয়নি।

সূত্র মতে জানা গেছে, নির্মাণাধীন এ ক্যাম্পাসে বালুভরাটের কাজ করছে ঢাকার মিরপুরের প্রতিষ্ঠান হোসাইন কন্সট্রাকশন প্রাইভেট লিমিটেড। তবে প্রতিষ্ঠানটির রাজশাহীর ব্যবস্থাপক দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, তাদের কাজ কেবল বালু ভরাট পর্যন্ত সীমিত, গাছ কাটার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, গোড়া থেকে কেটে নেওয়া হয়েছে অসংখ্য গাছ। কাটা জায়গাগুলো মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কোথাও আবার খুঁড়ে ফেলা গাছের জায়গায় জমে আছে বৃষ্টির পানি। ক্যাম্পাসের পূর্ব পাশে সীমানাপ্রাচীর ও ড্রেন নির্মাণের কাজ চলতে গিয়ে কয়েক শ গাছ আগেই কাটা হয়েছে। পূর্ব পাশের এক শ্রমিকদের থাকার ঘরের কাছে গোড়া থেকে কাটা দুটি আমগাছ ফেলে রাখা ছিল। শ্রমিকেরা জানালেন, কারা গাছ কেটেছে তা তাদের অজানা।

দক্ষিণ ও পশ্চিম দিকে আরও ভয়াবহ চিত্র দেখা গেছে। সেখানে গাছ কেটে ফাঁকা করে রাখা জায়গায় হয়েছে শাকসবজির চাষ। প্রায় ১০ বিঘার একটি বাগানে সারি সারি কাণ্ড কেটে রাখা গাছ হাঁটুসমান পানিতে ডুবে আছে। অন্তত অর্ধশতাধিক গাছ কেটে রাখা হয়েছে ওই বাগানে। সব গাছেই রঙ দিয়ে নম্বর লেখা আছে।

এলাকার আবদুল মমিন জানায়, ১০ হাজার টাকা বেতনে তাকে ক্যাম্পাস দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গাছ কারা কাটছে সে বলতে পারব না।বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র দাবি করেছে, এ গাছ লুটচক্রে জড়িত আছেন হাফিজুল, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ঠিকাদারী প্রতিষ্ঠান, রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা. হাসিবুল হোসেন এবং উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেন। অভিযোগে আরও উঠে এসেছে, নামমাত্র মূল্যে বাগান ইজারা দিয়ে চলতি মৌসুমে প্রায় ২০ লাখ টাকার আম বিক্রি করেছেন। প্রকল্পের উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী সিরাজুম মুনীরসহ বিশ্ববিদ্যালয়ের কিছু শীর্ষ কর্মকর্তা গাছ কাটার বিষয়টি আগে থেকেই জানতেন।

অভিযোগের বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ডা. হাসিবুল হোসেন বলেন, গাছ কাটার বিষয়টা অফিসিয়ালি হয়নি। আমি প্রকল্প এলাকায় যাই না, আমার নাম কেন আসবে বুঝতে পারছি না।  উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেনও অভিযোগ অস্বীকার করেছেন।

বিশ্ববিদ্যালয় আরেকটি সূত্র বলছে, মাসের পর মাস ধরে গাছ কাটা হলেও ব্যাপকহারে কাটা শুরু হওয়ার পর ঘটনাটি ফাঁস হয়। তখনই তোলপাড় শুরু হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বালুভরাটের কাজ পাওয়া হোসাইন কন্সট্রাকশনকে শোকজ নোটিশ দেয়।

মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ও পরিকল্পনা বিভাগের পরিচালক প্রকৌশলী সিরাজুম মুনীর জানান, আমাদের পক্ষ থেকে কোনো গাছ কাটা হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠান বেআইনিভাবে গাছ কেটেছে। তাই শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আর ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, আমরা গাছ কাটিনি, ওই দিকটায় আমাদের কোনো কাজই নেই। শোকজের জবাবে এটিই জানাব।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝