কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়া- টেকনাফের সাবেক এমপি অধ্যাপক মুহাম্মদ আলীর পুত্র টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ ও সাবেক ছাত্রলীগ নেতা তারেক মাহমুদ রনি এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক জাবেক ইকবাল চৌধুরী।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,গ্রেপ্তার তিন নেতা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন রয়েছে। তবে এ ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিযোগ করে বলেন, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ঘনিষ্টজনরা এখনো ধরাছোঁয়ার বাহিরে থেকে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। অথচ যেসব আওয়ামী লীগের নেতারা তার রাজনৈতিক বিরোধীতা করছিলেন তারাই মূলত আটক হচ্ছেন। এ নিয়ে টেকনাফের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।
এফপি/রাজ