বাগেরহাটের চিতলমারী উপজেলায় ঝুমা গাইন (২৫) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) শিবপুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে এই লাশ উদ্ধার হয়।
ঝুমা গাইন সিংগাপুর প্রবাসী সুব্রত মন্ডলের স্ত্রী ও টুঙ্গিপাড়া সরকারি কলেজের অনার্স (বাংলা) শেষ বর্ষের ছাত্রী। এটা হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় আলোচনা চলছে।
ঝুমা গাইনের বাবা দিলীপ গাইন দীনবন্ধু ও ভাই দীপংকর গাইন অভিযোগ করেন, ঝুমার ভাসুর, জা ও শাশুড়ি বিভিন্ন সময় তার ওপর নির্যাতন চালাতেন। এটা নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে। পুলিশ মৃত্যুর রহস্য বের করবে বলে আমাদের দাবি।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাৎ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/রাজ