রাঙ্গামাটি পার্বত্য জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত স্ত্রী হত্যার মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৩ আগস্ট মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, দণ্ডপ্রাপ্ত আসামির নাম উচাই লা মারমা। তার বাড়ি কাউখালী উপজেলার বড়তলী পাড়ায়। ২০০১ সালের ২ জুলাই দুপুরে আসামি উচাই লা মারমা ধারালো দা দিয়ে কুপিয়ে তার স্ত্রী নাইচাই উ মারমাকে হত্যা করেন।
নিজের পরকীয়া ঘটিত কারণে স্ত্রীকে হত্যা করেন উচাই লা মারমা। সরকারী কৌশুলী এডভোটে প্রতীম রায় পাম্পু জানান, আসামি পলাতক।
আদালতের রায়ে বলা হয়, দণ্ডপ্রাপ্ত আসামিকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এফপি/রাজ