Dhaka, Thursday | 14 August 2025
         
English Edition
   
Epaper | Thursday | 14 August 2025 | English
সাদাপাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের
রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
জনগণের হাতে ক্ষমতা ফেরাতে ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন: প্রধান উপদেষ্টা
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল ১ মাস
শিরোনাম:

বাপাউবো’র মহাপরিচালকের সাথে কর্মকর্তা ও কর্মচারীগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩:১২ পিএম  (ভিজিটর : ৭)
ছবি: বাপাউবো

ছবি: বাপাউবো

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্লাহ (১৩আগস্ট) গ্রীণরোডস্থ পানি ভবনে বোর্ডের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ঢাকাস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ সরাসরি এবং ফিল্ড দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অনলাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করেন।

উক্ত সভায় তিনি বোর্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের মাঝে গুরত্বপূর্ণ ৩৯টি দিকনির্দেশনামূলক বিষয় উপস্থাপন করেন। বিশেষ করে কর্মকর্তা ও কর্মচারীগণকে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

মতবিনিময় সভায় তিনি সময় মত ADP বাস্তবায়ন, প্রতিটি প্রকল্পের জন্য আলাদা আলাদা করে Progress রিপোর্ট প্রদান, রাজস্ব বাজেটের আওতায় কাজের জন্য প্রতি ১৫ দিন পর পর প্রতিটি কাজের ছবি ও অগ্রগতি এর বর্ণনাদিয়ে Book আকারে Progress Report প্রদান, দ্রুততম সময়ের মধ্যে দরপত্র আহবান এবং Progress Report এর জন্য একটা Online Platform তৈরি করার প্রস্তাব করেন।

এছাড়াও Online Platform এ জরুরী প্রতিরক্ষামূলক কাজের বিস্তারিত তথ্য ছবিসহ Upload করা, রাজস্ব বাজেটের আওতায় বন্যার সময় বাস্তবায়িত কিছু জরুরী নদী তীর প্রতিরক্ষা কাজের Precautionary design অনুসরণ করা, প্রতিটি Field অফিস হতে সময়মত Workplan দেওয়া এবং তা সময়ে সময়ে Updated করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন DPP প্রণয়ন, কারিগরী কমিটি গঠন ও রিপোর্ট সবুজ পাতা ভুক্ত প্রকল্প ইত্যাদি এর লক্ষমাত্রা ও অগ্রগতি অবস্থাসহ রিপোর্ট সব সময় Updated থাকা, আন্তর্জাতিক মানের একটি Training Manual তৈরী করা, BWDB এর সংস্কার নিয়ে e-mail এর মাধ্যমে ঢাকাও Field এর সব দপ্তর এর প্রস্তাব নেয়া, কর্মকর্তাগণ Note Book এ তাঁর প্রতিদিনের কর্মকান্ড রেকর্ড করবেন, জরুরী কাজ বাস্তবায়নের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজে Site Visit করে emergency declare করবেন, প্রতিটি কার্য সাইটে Weight Machine রাখা, প্রিন্টমিডিয়া, সোস্যাল মিডিয়াতে প্রকাশিত সংবাদ, মন্ত্রণালয় হতে প্রাপ্ত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে এবং বাপাউবোতে প্রাপ্ত কোনো আবেদন এর উপর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গৃহীত ব্যবস্থা সমূহ সন্নিবেশ করে এ বিষয়ে একটি  Online Apps তৈরী করার নির্দেশ প্রদান করেন।

প্রকল্প বাস্তবায়নের সময় পূর্বানুমোদন ছাড়া কোনো অতিরিক্ত কাজ বাস্তবায়ন না করা, পানি উন্নয়ন বোর্ডের জন্য একটি Master Plan প্রণয়ন করা, Jute, Geo-Bag Company এর সাথে যোগাযোগ পূর্বক Jute Fabrics তৈরী করার পদক্ষেপ গ্রহণ করা, বনায়ন নীতিমালা update করা, প্রতিটি গ্রেডের কর্মচারীদের জন্য Seniority Listতৈরী করা, ড্রেজার এবং যান্ত্রিক উইং এর গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, বাপাউবো এর অধিগ্রহণকৃত সকল জমির নামজারী সম্পন্ন করা, বাপাউবো এর সকল অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা।

মাঠ পর্যায়ে প্রতিটি দপ্তরে কোনো ব্যক্তি কোনো আবেদন অথবা অভিযোগ নিয়ে আসলে তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, TO&E চূড়ান্ত পূর্বক এ সম্পর্কিত সমস্যার সমাধান করা, প্রত্যেক প্রধান প্রকৌশলী তাঁর জোনের আওতাধীন Regulator এবং Regulator Connecting খাল কার্যকরী আছে কিনা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন, রাজস্ব খাতের আওতায় মেরামত কাজের বাজেট বরাদ্দ ২ (দুই ধাপে প্রণয়ন করে তা বাস্তবায়ন করা, বন্যাকালীন জরুরী কাজের জন্য একটি Technical Gridline প্রণয়ন করা, ০১ (এক বৎসরের মধ্যে সকল শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু/সম্পন্ন করা, পানি উন্নয়ন বোর্ডকে Paperless Office তৈরির জন্য পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।

মহাপরিচালক উপরোক্ত নির্দেশনা সমূহের উপর বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ এবং কর্মচারী প্রতিনিধিগণ বক্তব্য রাখেন এবং মহাপরিচালক এর এ জাতীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে বোর্ডের সার্বিক উন্নয়নের স্বার্থে মহা পরিচালকে সর্বাত্তক সহযোগীতার আশ্বাস দেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝