নেছারাবাদে রিয়া (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী বিদ্যালয়ের তিনতলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয়ের তিনতলা ভবন থেকে লাফিয়ে নিচে পড়ে ওই ছাত্রী। সোমবার ক্লাশ শুরুর পাচ মিনিট পূর্বে উপজেলার নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থী রিয়াকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মেয়েটির অবস্থা গুরুতর বুজে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠিয়েছেন। ওই শিক্ষার্থী নান্দুহার গ্রামের দিনমজুর মো: রুহুল আমীনের মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ক্লাশ শুরুর পাঁচ মিনিট বাকি ছিল। এসময় লাইব্রেরিতে বসে শুনতে পারি একটি মেয়ে বিদ্যালয়ের তিনতলা থেকে নিচে পড়েছে। তবে কেন সে বিদ্যালয়ের ভবন থেকে লাফ দিয়েছে তা এখনো বলতে পারব না।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মেহযাবিন কিবরিয়া সোয়াইব বিদ্যালয়ের শিক্ষার্থী এবং পরিবারের বরাত দিয়ে বলেন, শুনেছি, বিষয়টি একটি প্রেমঘঠিত ব্যাপার। যে ছেলেটির জন্য মেয়েটি লাফিয়ে পড়েছে সে নাকি ওই ছেলের জন্য বাসায় তিনদিন যাবত কিছু খেতে চাচ্ছে না। তাকে বরিশাল পাঠানো হয়েছে।
এফপি/রাজ