গাজীপুরের টঙ্গীতে চাঁদা না পেয়ে বাহারুল (৩০) নামে এক পোষাক শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন দিপু দেওয়ানের বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী যুবক।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাহারুল স্থানীয় একটি কারখানার জ্যাকার্ড অপারেটর হিসেবে কর্মরত আছেন। ছয়মাস আগে আড়াই কাটা জমির উপর বাড়ি করে বসবাস করে আসছেন। বাড়ি করার পর থেকে অভিযুক্ত দিপু দেওয়ান তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় গত ৫ আগস্ট সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার পথ রোধ করে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে দিপু দেওয়ান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগী বাহারুলের দাবি, চাঁদা না দেওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ছাত্রদল নেতা দিপু দেওয়ান। অভিযুক্ত ওই নেতা স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে তার।
এবিষয়ে ছাত্রদল নেতা দিপু দেওয়ান বলেন, বাহারুল একজন অনলাইন জুয়ার এজেন্ট। তার কারণে অনেক মানুষ জুয়ায় আসক্ত হয়ে সর্বশান্ত হয়েছে। তাকে একাধিক বার নিষেধ করার পরও সে এই অপকর্ম বন্ধ করেনি। তাকে পুলিশে দিতে চাইলে স্থানীয় একজন বিএনপি নেতার সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়। চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করলেও মারধরের বিষয়ে কোন সদুত্তর দেননি অভিযুক্ত ছাত্রদল নেতা।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান বলেন, এঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী যুবক। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/রাজ