সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘরর্ষ দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার ( ১৫ আগস্ট ) সন্ধ্যায় সাড়ে ৬টায় দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে লক্ষীপুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জিরাগাও গ্রামের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৩৮)। লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র আকবর আলী (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে। এসময় আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালের পথে একজন মারা যায়। এবং পরে অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এই সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জাহিদুল হক। তিনি বলেন, আমরা প্রথমে খবর পেয়েছি সংঘর্ষে একজন মারা গেছে, পরে আবার হাসপাতালে নেওয়ার পরে আরও একজন মারা গেছে। আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি শান্ত রাখতে আমরা অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছি।
এফপি/রাজ