টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে ঘুরতে এসে হাউসবোট থেকে পানিতে পড়ে পাঁচ বছর বয়সী মাসুম মিয়া নামে এক শিশু নিখোঁজ হাওয়ার ৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৫ আগস্ট শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটেছে টাঙ্গুয়ার হাওরের ছিলানী তাহিরপুর গ্রাম এলাকায়।
খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ছিলানী তাহিরপুর গ্রামের হাওর থেকে বিকেল ৫টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত শিশু সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলেট থেকে পরিবার-পরিজন নিয়ে ১৫-১৬ জনের একটি গ্রুপ তাহিরপুর থানা ঘাটে আসে। এরপর লালন তরী নামের একটি পর্যটকবাহী হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা করে তারা। এ সময় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার যাওয়ার পথে হঠাৎ চলন্ত নৌকা থেকে পানিতে পড়ে যায় শিশু মাসুম। এসময় ছেলেকে উদ্ধারে মাদুমের পিতা কবির হোসেন পানিতে ঝাঁপিয়ে দেয়। কিন্তু ছেলেকে আর খুঁজে পাননি পিতা। হাওরের পানিতে তলিয়ে যায় মাসুম।
খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল, থানা পুলিশঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে নিয়ে যৌথ উদ্ধার অভিযানে নিখোঁজ হওয়ার প্রায় ৩ ঘন্টা পর মাসুমের মরদেহ হাওরের পানি থেকে উদ্ধার করে।
নিখোঁজ শিশুর পিতা কবির হোসেন বলেন, আমার একমাত্র সন্তানকে নিয়ে টাঙ্গুয়ার হাওর দেখতে এসেছিলাম। হঠাৎ পানিতে পড়ে গেলে আমি সঙ্গে সঙ্গেই লাফিয়ে পড়ি, কিন্তু তাকে আর বাঁচাতে পারিনি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ঘটনাটি মর্মান্তিক। পরিবারপরিজন নিয়ে হাওরের আনন্দ করতে এসে ফিরে যাতে হলো একমাত্র ছেলে মরদেহ নিয়ে। তবে পুলিশ ও খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে যাওয়া নিখোঁজ শিশুটির মরদেহটি উদ্ধার করেছে।
এফপি/রাজ