| শিরোনাম: |

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী দর্শনার্থী পাস কার্ডের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে।
আজ শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্বিক শৃঙ্খলা রক্ষায় হাসপাতালের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে রোগী দর্শনার্থী পাস কার্ড এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।
মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পাসকার্ড উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি রাজস্ব মোঃ নাহিদ হাসান খান, উপাধ্যক্ষ ডাঃ মোঃ একরাম হোসেন জুয়েল, উপ-পরিচালক ডাঃ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডাঃ এস কে এম নাজমুল হাসান, সহকারী অধ্যাপক ডাঃ মীর নূর উস-সাদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে আন্তরিক উদ্যোগ, যেমন হাসপাতালের পরিবেশ উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নতুন প্রযুক্তি ব্যবহার এবং রোগীদের চাহিদা পূরণের মাধ্যমে করা যেতে পারে। এছাড়া, স্বাস্থ্যসেবা খাতের ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো এবং জনগণের মৌলিক স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক উন্নয়ন হাসপাতালের পরিবেশ উন্নয়ন: রোগী, ডাক্তার এবং অন্যান্য কর্মীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি, যার মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পর্যাপ্ত বসার জায়গা এবং জরুরি সেবার ব্যবস্থা অন্তর্ভুক্ত।
সর্বশেষ হাসপাতালের চিকিৎসা ও শৃঙ্খলা রক্ষায় রোগী দর্শনার্থী পাস কার্ড প্রদানে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষে ধন্যবাদ জানান।
এফপি/অ