Dhaka, Sunday | 2 November 2025
         
English Edition
   
Epaper | Sunday | 2 November 2025 | English
১ নভেম্বর স্বর্ণের দাম?
ঢাকায় হতে পারে হালকা বৃষ্টি, তাপমাত্রা কমার আভাস
শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি
পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
শিরোনাম:

বাঁশখালী সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:০৭ এএম  (ভিজিটর : ১১৪)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ কদমরসূল সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৬০ বছর বলে জানিয়েছেন পুলিশ।


শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউপির বঙ্গোপসাগর উপকূলবর্তী কদমরসূল সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, সকালের জোয়ারের সময় লাশটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে বলে জানায় স্থানীয়রা।


প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারের সময় সমুদ্র সৈকতে একটি মৃতদেহ ভেসে আসে। স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে জনপ্রতিনিধিসহ পুলিশকে খবর দেয়। পরে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ও খানখানাবাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংসদ সদস্যদের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়


সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রেজাউল করিম বলেন, সকালে জোয়ারে কদমরসূল সমুদ্র সৈকতে এক বৃদ্ধার লাশ ভেসে আসে ৷ মরদেহটির পরনে শুধু একটি গোলগলা গেঞ্জি ছিল। মৃতদেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। শরীরে পচন ধরেছে। চেহারা বিকৃত ছিল। পরে পুলিশ ও খানখানাবাদের জিয়াউর রহমান স্মৃতি সংসদ সদস্যদের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়


বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মৃতদেহ পচন ধরেছে। লাশটির পরিচয় সনাক্ত করতে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝