| শিরোনাম: |

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ কদমরসূল সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৬০ বছর বলে জানিয়েছেন পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউপির বঙ্গোপসাগর উপকূলবর্তী কদমরসূল সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, সকালের জোয়ারের সময় লাশটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে বলে জানায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জোয়ারের সময় সমুদ্র সৈকতে একটি মৃতদেহ ভেসে আসে। স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে জনপ্রতিনিধিসহ পুলিশকে খবর দেয়। পরে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ও খানখানাবাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংসদ সদস্যদের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।’
সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘সকালে জোয়ারে কদমরসূল সমুদ্র সৈকতে এক বৃদ্ধার লাশ ভেসে আসে ৷ মরদেহটির পরনে শুধু একটি গোলগলা গেঞ্জি ছিল। মৃতদেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। শরীরে পচন ধরেছে। চেহারা বিকৃত ছিল। পরে পুলিশ ও খানখানাবাদের জিয়াউর রহমান স্মৃতি সংসদ সদস্যদের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।’
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মৃতদেহ পচন ধরেছে। লাশটির পরিচয় সনাক্ত করতে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এফপি/অ
নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
‘আমার লোক, তোমার লোক’ কালচার থেকে বিএনপি-জামায়াতকে বের হয়ে আসতে হবে: আসিফ নজরুল
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দর্শনার্থী পাসকার্ডের উদ্বোধন
এবার জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন আলাল
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
আনসার-ভিডিপি জনগণের নিকটতম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করছে: মহাপরিচালক
খাগড়াছড়িতে আনসার সদস্যদের দ্রুত তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা
আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৩ হাজারের বেশি নেতা-কর্মী গ্রেপ্তার
ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিলেটে নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতা খুন