বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন যুগপৎ আন্দোলনের অন্যতম সহযোগী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।
আগামী শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬ টায় গুলশানে বিএনপি চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।
বিএনপির লিয়াঁজো কমিটির পক্ষে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে বৈঠকে অংশ নেবেন মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম এবং দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচনের সময়সীমা ঘোষণার পর এটি এনডিএম-এর সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এই বৈঠকে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী করণীয়, রাজনৈতিক কৌশল ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।
এর আগে গত মাসের তৃতীয় সপ্তাহে লন্ডনের একটি অভিজাত হোটেলে চলমান রাজনৈতিক সংকট ও জাতীয় ঐক্য গঠনের প্রেক্ষাপট নিয়ে তারেক রহমানের সঙ্গে ববি হাজ্জাজের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে যুগপৎ আন্দোলনের কাঠামো, নির্বাচনকালীন সরকারের রূপরেখা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এফপি/এমআই