সুনামগঞ্জের সদর উপজেলার বাহাদুপুর এলাকায় সিএনজিকে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার বাস চালককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১২ আগস্ট ) অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আকবর হোসেন।
এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সিলেট থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। ঘাটক চালকের নাম জাকির আলমের (৩৫)। সে সিলেটের মাহতাবপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
উল্লেখ্য, বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলার শান্তিগঞ্জে অবস্থিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সাথে সিএনজি যুগে শহরে ফিরছিলেন দুই শিক্ষার্থীসহ ৫ জন। ফেরার পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বিপরীত মুখি বাস ওই সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম (৫০) ও আফসানা জাহান খুশী (১৭) নামের দুইজনের মৃত্যু হয়।
এসময় স্থানীয়রা গুরুত্বর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে স্নেহা (১৮) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু হয়। এঘটনায় গুরুত্বর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পরে মারা যান সিএনজির চালক আব্দুর রশিদ (২৭)।
নিহতরা হলেন, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শহরের আরপিনগর এলাকা দেলোয়ার হোসেনের মেয়ে আফসানা জাহান খুশী ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্নেহা চক্রবর্তী, সে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে। অপর নিহত শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম ও শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরি গ্রামের বাসিন্দা আব্দুল রশিদ।
এফপি/রাজ