Dhaka, Wednesday | 6 August 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 6 August 2025 | English
বিরোধ ভুলে চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী আজ
হিরোশিমা ট্র্যাজেডির ৮০ বছর, কী ঘটেছিল সেদিন
নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত
শিরোনাম:

জয়পুরহাটে অজ্ঞাত পোড়া লাশ উদ্ধার

প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:৪১ পিএম  (ভিজিটর : ৭)

জয়পুরহাটের আক্কেলপুরে অজ্ঞাত এক ব্যক্তির পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

৫ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগানে দগ্ধ লাশটি পাওয়া যায়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। এই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর এখানে লাশ এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কলাবাগানে পোড়া লাশ পড়ে আছে। লাশের দুই পাশে পাতা ও কাঠের আগুন জ্বলছে।

কলাবাগানের জমিটি আহসান হাবিব নামের এক ব্যক্তির। তিনি নওগাঁয় বসবাস করেন। বিকাশ দেবনাথ নামের এক ব্যক্তি জায়গাটি ইজারা নিয়ে কলা চাষ করেছেন। তিনি কলাবাগানের পাশে পুকুরে মাছ চাষ করেন।

বিকাশ দেবনাথ বলেন, তিনি রাত আটটার পর পুকুরে মাছের খাবার দিতে এসে দেখেন কলাবাগানের ভেতরে আগুন জ্বলছে। তখন কাছে গিয়ে দেখেন একটি বস্তার ভেতরে একজন মানুষ পুড়ছে। এটি দেখে দ্রুত গ্রামের লোকজনকে তিনি খবর দেন। লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।

আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, আগুনে ওই ব্যক্তির মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। অন্য কোথাও হত্যার পর লাশ বস্তায় ভরে এখানে এনে আগুন দিয়ে পোড়ানো হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝