ছেলেকে বিদেশে যাওয়ার টাকা না দেওয়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে দিনমজুর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে পৈশাচিকভাবে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী পাপিয়া খাতুনকে (৪৫) গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
শনিবার (২৬ জুলাই) দিনগত রাত ১ টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার ঝাঁশবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন হোসেন বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামির স্বীকারোক্তিতে জানা যায়, স্বামী মনিরুল ইসলামের নামে ব্যাংকে বেশকিছু টাকা ছিলো। ছেলে রাজুকে বিদেশে পাঠানোর জন্য ওই টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ছেলেকে দেওয়ার জন্য স্বামীকে চাপসৃষ্টি করে আসছিলো স্ত্রী পাপিয়া খাতুন। মনিরুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এরই জের ধরে শনিবার দুপুরে নিজ বাড়িতে স্ত্রী পাপিয়া খাতুন ধারালো হাসুয়া দিয়ে স্বামী মনিরুল ইসলামকে জবাই করে হত্যা করে। হত্যাকান্ডের পরই তিনি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান।
শনিবার দুপুরে এই হত্যাকান্ড ঘটনার পরপরই চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। এক পর্যায়ে আলমডাঙ্গা উপজেলার ঝাঁশবাড়িয়া গ্রাম থেকে নিহত মনিরুল ইসলামের স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেফতার করা হয়। আলামত হিসেবে হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়া ও কুড়াল উদ্ধার করেছে পুলিশ।
এফপি/এমআই