Dhaka, Monday | 28 July 2025
         
English Edition
   
Epaper | Monday | 28 July 2025 | English
বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
চলে গেলেন অফিস সহকারী মাসুমাও, নিহত বেড়ে ৩৫
মেঘনার পানি বিপদসীমার ওপরে, চাঁদপুরে নিম্নাঞ্চল প্লাবিত
পিরোজপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
শিরোনাম:

গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকিদাতা বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১২:০৩ এএম আপডেট: ২৮.০৭.২০২৫ ১২:২২ এএম  (ভিজিটর : ২৪)

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ জনগণ।

রবিবার দুপুরে নাগেশ্বরী পৌরসভার ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ করেন। সমাবেশ শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদকে স্মারকলিপি প্রদান করেন তারা।

গত ২৩ জুলাই নাগেশ্বরী উপজেলার বিএনপির বিএনপির গোলাম রসুল রাজা বেরুবারী ইউনিয়ন পথসভায় নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া, ভূষুটারী গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকিতে ফুসিয়ে উঠেছে অত্র এলাকার সাধারণ জনগণ।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ স্থলে মুকুল বলেন, “বানিয়া পাড়া ভূষুটারী এলাকার মানুষ কর্মে বিশ্বাসী। আমাদের অত্র এলাকায় চাকুরীজীবী, শ্রমজীবী বিভিন্ন পেশায় নিয়েজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করি। কিন্তু বিএনপির বিএনপির গোলাম রসুল রাজা আমাদেরকে চাঁদাবাজ, গুন্ডাবাহিনী সাঁজিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।”

সৈয়দ আলী বলেন, “আমাদের নাগেশ্বরী উপজেলার মানুষ অত্যন্ত শান্তপ্রকৃতির এসব শান্ত এলাকাকে অশান্ত করতে বিভিন্ন অপপ্রচার চালিয়ে উত্তেজনা পরিবেশ সৃষ্টি করছে। এজন্য নাগেশ্বরী উপজেলায় কোন কিছু হলে এর দায়ভার রাজাকে বহন করতে হবে।”

এসময় যুবক প্রজন্ম বলেন, “এই গোলাম রসুল রাজাকে এসে জনতার সামনে ক্ষমা চেয়ে নাগেশ্বরী উপজেলার মানুষকে শান্ত করতে হবে। তিনি আমাদের পুরো এলাকার জনগণকে হুমকি দিয়েছেন। এখন আমরা শিশু কিশোরদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলার বিএনপির বিএনপির গোলাম রসুল রাজার সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ও বেরুবারী ইউনিয়নের মধ্যে একটি বিষয়ে বেরুবারীর স্থানীয় বাসিন্দাকে অপমান করা হয়। এরই প্রেক্ষাপটে আমি এই বাক্য ব্যবহার করি। কিন্তু পরে আমি আমার প্রকাশিত বক্তব্যের ক্ষমা চেয়েছি।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা বিএনপির বিএনপির মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ জানান, বিষয়টি অবগত হয়েছি, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক সংগঠনের পক্ষ থেকে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝