গাজীপুরের টঙ্গীতে নিহত হাফেজ কামরুলের হত্যাকারী গ্রেফতারকৃত আসামি সাব্বির ও তার স্ত্রী সুলতানার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং দ্রুত ফাঁসির কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে টঙ্গী এরশাদ নগর ৩নং ব্লক টিডিএস স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এরশাদ নগর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এরশাদ নগর ৩ নম্বর ব্লকের নিহত হাফেজ মো. কামরুলের হত্যাকারী, ছাত্র হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাব্বির ও তার স্ত্রী সুলতানাকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা এলাকাবাসী এর সুষ্ঠু তদন্ত ও দ্রুত ফাঁসির কার্যকর দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের নেত্রী রাবেয়া আক্তার, রাকিব, রিপন, মুক্তা, নিহতের পরিবার ও এলাকাবাসী।
উল্লেখ্য পূর্ব শত্রুতার জেরে গত ১২ জুলাই সকালে টঙ্গীর দত্তপাড়া দিঘির পার এলাকায় কামরুলকে ছুরিকাঘাত করে সাব্বির। এতে গুরুতর আহত হয়ে ১৪ জুলাই সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত মূল আসামি স্বামী স্ত্রী সাব্বির ও সুলতানা দম্পতিকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
এফপি/রাজ