Dhaka, Monday | 21 July 2025
         
English Edition
   
Epaper | Monday | 21 July 2025 | English
খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ জনের মৃত্যু
টেকনাফে সরকারি ২ লাখ চারা গাছ কেটে ধ্বংস, নীরব রেঞ্জ কর্মকর্তা
পানির অভাবে পাট জাগ দিতে না পেরে বিপাকে কাহারোলের চাষীরা
যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ
শিরোনাম:

খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ জনের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১২:২৬ এএম  (ভিজিটর : ৩০)

খুলনায় বিষাক্ত মদপানে আরও দু'জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুলনার ডুমুরিয়ার উপজেলার থুকড়া গ্রামে ঘটে। নিহতদের মধ্যে একজন শুক্রবার রাতে এবং অপরজন শনিবার রাতে মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা রেজওয়ান গাজীর ছেলে রবিউল গাজী এবং একই এলাকার বাসিন্দা জামির সরদারের ছেলে রাসেল সরদার।এছাড়া এ ঘটনায় একই এলাকার আরও কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তারা তথ্য গোপন রেখে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ রানা বলেন, শুক্রবার রাতে তারা দু'জনই থুকড়া বাজারে স্পীড জাতীয় এলকোহল সেবন করে। রাতে রবিউল গাজীর অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থা গুরুত্বর হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিউল গাজীর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে সেখান থেকে বাড়ি নিয়ে আসে এবং পরবর্তীতে তার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।

অপরদিকে রাসেল সরদার একই দিনে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি চিকিৎসকদের খুলে বললে তারা তার চিকিৎসা করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাসেলের শনিবার রাতে হাসপাতালে মৃত্যু হয়। সকালে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। তবে এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয় নি বলে তিনি এ প্রতিবেদককে জানান।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝