চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক ও বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আরফাতুল ইসলাম চৌধুরী ইমরানকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) ভোররাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া ১৭নং ওয়ার্ডের সৈয়দ শাহ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত- স্বেচ্ছাসেবক লীগ নেতা আরফাতুল ইসলাম চৌধুরী ইমরান বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব সাদলীর অনুসারী। বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
জানা যায়, ‘আরফাতুল ইসলাম চৌধুরী ইমরানের বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এরআগে গত ৩ নভেম্বর ছনুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমান উল্লাহ আনুকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের ঘটনায় দায়েরকৃত মামলায় জেল হাজতে পাঠায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম। এ ছাড়াও তার বিরুদ্ধে গ্রাম সালিশের নামে টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।’
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া সৈয়দ শাহ রোড এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।’
এফপি/রাজ