বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, কারও প্রলোভনে পা দেয়নি। আমরা পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করি নাই।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূতি পালনে কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত ১৫ বছর যারা আঁতাতের রাজনীতি করেছেন, ছাত্রলীগ-যুবলীগের পদে ঢুকে চামড়া বাঁচিয়েছে; তারা যেন তারেক রাহমানকে নিয়ে কটূক্তি করার কোনো সাহস না পাই। বিএনপি গণমানুষের দল, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার দল। বিএনপি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দল।
বিএনপির এ নেত্রী বলেন, এই দলকে যদি আপনারা মনে করেন আটকে রাখতে পারবেন, তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল চিন্তা করতেছেন। শেখ হাসিনা পারে নাই। শত-শত গুম, হাজার-হাজার হত্যা, লাখ-লাখ মামলা দিয়েও আমাদের ঘরে আটকে রাখতে পারে নাই
এফপি/রাজ