Dhaka, Monday | 21 July 2025
         
English Edition
   
Epaper | Monday | 21 July 2025 | English
খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ জনের মৃত্যু
টেকনাফে সরকারি ২ লাখ চারা গাছ কেটে ধ্বংস, নীরব রেঞ্জ কর্মকর্তা
পানির অভাবে পাট জাগ দিতে না পেরে বিপাকে কাহারোলের চাষীরা
যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ
শিরোনাম:

ধানের শীষ যার, আমরা তার: আব্দুস সালাম

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১:৩৫ এএম  (ভিজিটর : ৩২)

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ‘যারা বিএনপি ও আওয়ামী লীগকে এক করতে চায়, তারাই এ দেশের প্রকৃত ষড়যন্ত্রকারী। তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় না।’

শুক্রবার নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করছে। ফ্যাসিবাদের পতনের পরও মানুষ এখনও তার ভোটাধিকার ফিরে পায়নি। দেশে এখনও শেখ হাসিনার স্বৈরশাসনের রেশ রয়ে গেছে। প্রশাসনসহ বিভিন্ন জায়গায় তার অনুগতরা বসে দেশের নিয়ন্ত্রণ করছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার চায় না দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। তারা অরাজকতা তৈরি করে নির্বাচনকালীন সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে- এটাই তাদের ষড়যন্ত্র। তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে।’

আব্দুস সালাম বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা হারালেও স্বৈরতন্ত্রের অঙ্গ-প্রত্যঙ্গ এখনও সক্রিয়। দেশের সীমান্ত রক্ষা, অর্থনীতি চাঙ্গা করা কিংবা বেকার সমস্যা সমাধানের সক্ষমতা সরকারের নেই। রাজধানী ঢাকার ট্রাফিক জটই তারা সামাল দিতে পারে না, অথচ দেশ চালাতে চায়!’

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন, সহ-সমবায়বিষয়ক সম্পাদক নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক এমপি ডা. ছালেক চৌধুরীসহ অনেকে।

সম্মেলনের শুরুতেই কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে এম এ মতিনকে সভাপতি ও শফিকুল ইসলাম বাবুল চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সরাসরি ভোটে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শামসুল আলম বাদল ও এ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার। ১৪টি ইউনিয়নের মোট ৯৯৪ জন কাউন্সিলরের মধ্যে ৯৩০ জন ভোট দেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝