Dhaka, Tuesday | 9 September 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 9 September 2025 | English
বাইক্কা বিল; জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার
প্রযুক্তি নির্ভর বন নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ: পরিবেশ উপদেষ্টা
‘মাশরুম লাঞ্চ’ হত্যাকাণ্ড, এরিন প্যাটারসনের যাবজ্জীবন কারাদণ্ড
নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম
শিরোনাম:

ফরিদপুরে মহাসড়ক অবরোধে ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭ এএম  (ভিজিটর : ৫২)

ফরিদপুরে দুটি মহাসড়কে অবরোধের কারণে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন।

শত শত মানুষ ভাঙ্গা উপজেলার পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদ এলাকায় অবস্থান নিয়ে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ভাঙ্গা-খুলনা ও ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীবাহী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

অবরোধকারীরা জানান, ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার পরিবর্তে ভাঙ্গা উপজেলাকে কেন্দ্র করে পূর্বের মতো ফরিদপুর-৫ আসন পুনরায় চালু করতে হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় স্থানীয়রা অবরোধ করছেন। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝