Dhaka, Friday | 7 November 2025
         
English Edition
   
Epaper | Friday | 7 November 2025 | English
এইচএসসির সোয়া ৪ লাখ খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
সারাদেশে কোটি টাকার তোলাবাজিতে অতিষ্ঠ প্রাথমিক শিক্ষকরা
পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
আজকের বাজারে সোনার ভরি কত?
শিরোনাম:

উৎসবমুখর পরিবেশে ঢাবিতে ডাকসু ও হল সংসদ নির্বাচন শুরু

প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪২ এএম আপডেট: ০৯.০৯.২০২৫ ৪:৩৪ পিএম  (ভিজিটর : ৮৫)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে।

এর আগে সকাল সাড়ে ৭টায় সাংবাদিক ও প্রার্থীদের পোলিং এজেন্টদের উপস্থিতিতে আটটি কেন্দ্রে ব্যালট বাক্স খালি দেখিয়ে সিলগালা করা হয়। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ব্যালট বাক্স সিলগালার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তিনি জানান, “বাক্সগুলো সম্পূর্ণ ফাঁকা রেখে সিলগালা করা হয়েছে। ভোট শেষে সবার সামনে খোলা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। সিনেট ভবন কেন্দ্রে হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

শিক্ষার্থীরা জানান, এই নির্বাচন তাদের জন্য এক বিশেষ মুহূর্ত। অনেকেই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন। একজন শিক্ষার্থী বলেন, “রাতে ঠিকমতো ঘুমোতে পারিনি। আজ প্রথমবার ডাকসুতে ভোট দিতে পেরে আনন্দ লাগছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধুমাত্র শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তিরাই ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন।

বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর সবার উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হবে এবং গণনা শুরু হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝