Dhaka, Saturday | 6 September 2025
         
English Edition
   
Epaper | Saturday | 6 September 2025 | English
মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা
অটোরিকশায় ভর করে চলে সংগ্রামী রাহিমার জীবন-সংসার
মৎস্য খাতে এ দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো: ফরিদা আখতার
তানোরে মহানগর ক্লিনিক বন্ধের নির্দেশ, ২ লাখ টাকা জরিমানা
শিরোনাম:

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু, আহত অন্তত ছয়জন

প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৮ পিএম  (ভিজিটর : ১১৪)

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। তাঁদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) এবং নগরের কালামিয়া বাজার এলাকার কিশোর সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

উদ্ধার কাজে অংশ নেওয়া আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্য আমিনুর রহমান বলেন, “মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে কয়েকজন পড়ে গেলে পদদলিত হন তারা। আমরা আটজনকে হাসপাতালে নিয়ে আসি, এর মধ্যে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঐতিহ্যবাহী এ জশনে জুলুসের এটি ছিল ৫৪তম আয়োজন। সকাল সাড়ে ১১টার দিকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে জুলুসটি শুরু হয়। হাজার হাজার মানুষের অংশগ্রহণে মুরাদপুর, দুই নম্বর গেটসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এটি শেষ হওয়ার কথা ছিল। ভিড় সামলাতে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দায়িত্বে থাকলেও মুরাদপুরে দুঃখজনক এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝