Dhaka, Saturday | 13 September 2025
         
English Edition
   
Epaper | Saturday | 13 September 2025 | English
ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাল বন্ধ
নাশকতা মামলায় আদমদীঘিতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার
নেছারাবাদে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবি জিনের আছর
শিরোনাম:

এই গোল্ডেন জেনারেশন দেশকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাবে: প্রেস সচিব

প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:২৭ পিএম  (ভিজিটর : ১৪৪)

‘এই যে গোল্ডেন জেনারেশন হাসিনার মতো ডিক্টেটরকে হটাতে পেরেছে তারা দেশকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাবে। দেশকে তারা মেরামত করতে পারবে।’ টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটির অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত টিইডি (TED) অনুমোদিত আন্তর্জাতিক ইভেন্ট ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি বক্তব্য প্রদান করেন। শনিবার (১৯ জুলাই) কুমিল্লার বাংলাদেশ একাডেমী ফর রুরাল ডেভেলপমেন্টের (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমি জুলাইয়ের একজন স্বাক্ষী। এ জুলাই বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। জুলাই আমাদেরকে একটি গোল্ডেন জেনারেশন উপহার দিয়েছে। ৭১-এ যখন আমাদের ওপর অপারেশন সার্চলাইট চালানো হয়, তখন ঢাকায় অনেক মানুষ মারা গেছে। পরদিন কিছু মানুষ চলে গেলো ইন্ডিয়া ‘গভমেন্ট ইন এক্সাইল’ আবার কিছু মানুষ চলে গেল ক্যান্টনমেন্ট। সে সময় আমরা এরকম গোল্ডেন জেনারেশন পাইনি, যারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আন্দোলন গড়ে তুলবে।

তিনি বলেন, ‘৭৪ এর দূর্ভিক্ষে আমি ভাতের মাড় খেয়েছি। আমি এর নির্মম স্বাক্ষী। তখন থেকেই আমরা ভয় পেতাম যে, আরেকটা সরকার যদি ফেইল করে, সে ভয় আমাদেরকে নিষ্পেষিত করেছে। দুই লাক্ষ্ পুলিশকে দিয়ে যে একটি সিকিউরিটি নিয়ে একটি সরকার গঠন করেছে, সেটা ছিল একটা মনস্টার। আমাদের ভাইদের চোখের সামনে থেকে তূলে নিয়ে গেছে, জুডিশিয়াল কিলিং করেছে এবং জঙ্গি নাটক করেছে। সে সরকারকে উৎখাত করেছে আমাদের এই গোল্ডেন জেনারেশন।’

জুলাই সনদ নিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা অন্যান্য দেশের দিকে যদি দেখি, তাহলে বুঝবো আসলে এসব বিষয়ে অনেক সময় লেগে যায়। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বারবার এটা নিয়ে বসছে, আলোচনা করছে ৷ আশা করি শীঘ্রই জুলাই সনদ আসবে।’

প্রসঙ্গত, টেডএক্স হলো টিইডি অনুমোদিত একটি প্ল্যাটফর্ম। টিইডি বা টেড হলো আমেরিকাভিত্তিক একটি অলাভজনক মিডিয়া অর্গানাইজেশন, যেটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইভেন্ট বা কনফারেন্সের আয়োজন করে বিশ্বের বিখ্যাত এবং ভিন্নধর্মী কাজে যুক্ত এমন ব্যক্তিদের সেখানে আমন্ত্রণ জানায়। এ সব ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা, উদ্ভাবনী ধারণা ও কৌশল এবং সমাজের বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে ১৮ মিনিট করে এখানে কথা বলেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝