মুন্সীগঞ্জের গজারিয়ায় বাউশিয়া ইউনিয়নের দুটি অবৈধ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নের পুরান বাউশিয়া ও মধ্যে বাউশিয়া এলাকায় এ অভিযান চালায়।কারখানা দুইটিতে প্রতি মাসে আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকার সরকারী গ্যাস ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।
অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান বলেন, অবৈধ চুনা কারখানার মালিক ও জমির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এবিষয়ে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনা ঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন,গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে।আজকে অভিযানে পুরান বাউশিয়া ও মধ্যে বাউশিয়া এলাকায় গড়ে তুলা দুটি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্কেভেটার দিয়ে কারখানা গুলো গুঁড়িয়ে দেয়া হয় এবং ১৩টি চুল্লি ধ্বংস করা হয়। কারখানা দুটিতে প্রতিমাসে আনুমানিক এক কোটি কোটি ৩০ লাখ টাকার সরকারী গ্যাস চুরি করা হতো। এসময় কাউকে আটক করা যায়নি, তিতাস কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে কৌশলে অপরাধীরা পালিয়ে যায়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস।
এফপি/রাজ