জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, গুম, খুন ও চাঁদাবাজির রাজনীতি বন্ধে আমরা মাঠে নেমেছি। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।”
রোববার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। তবে এনসিপির এই কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে বাঁধাগ্রস্ত হয়।
এদিন পিরোজপুরের কর্মসূচি শেষে নেতারা ঝালকাঠি শহরে প্রবেশ করলে শিক্ষার্থীরা শোভাযাত্রার পথরোধ করে। ফলে বিকল্প রুটে সংক্ষিপ্ত সমাবেশ করতে হয়।
নাহিদ ইসলাম বলেন, “ঢাকায় চাঁদার জন্য একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। যাঁরা দখল-চাঁদাবাজির রাজনীতি করেন, তাদেরও মানুষ শেখ হাসিনার মতো বিদায় দেবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সামান্তা শারমিন, ডা. মাহমুদা মিতু, মশিউর রহমান প্রমুখ।
অভিযোগ রয়েছে, ঝালকাঠি ইউনিটে আওয়ামী ঘনিষ্ঠ বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এনসিপির জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না অভিযোগ অস্বীকার করে বলেন, “কমিটি গঠনের সময় আন্দোলনের সঙ্গে যুক্তদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।”
এফপি/রাজ