Dhaka, Wednesday | 30 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 30 July 2025 | English
ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ
রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে: প্রধান উপদেষ্টা
প্রাকৃতিক সৌন্দর্যে দর্শনার্থীদের মুগ্ধ করছে বাঁশখালী ইকোপার্ক
শিরোনাম:

শেখ হাসিনামুক্ত বাংলাদেশ চেয়েছিলেন ভিপি নান্নু

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৮:২৭ পিএম  (ভিজিটর : ৬০৭)
বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।

বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।

বরিশাল বিএম কলেজের ভিপি মাহবুবুল হক নান্নু ১৯৯৫ সালে ঢাকার কাকরাইলে ছাত্র কনভেনশনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে বক্তৃতাকালে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চাই বলে বক্তব্য দিয়ে হৈচৈ ফেলে দেন। তাঁর এ বক্তব্য পরদিন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হলে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

শেখ হাসিনামুক্ত বাংলাদেশ চাওয়ার অপরাধে এক বছর পরই ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আগস্ট মাসেই বরিশাল সার্কিট হাউজ থেকে মাহবুবুল হক নান্নুকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। ১ বছরেরও বেশী হাজতবাসের পর নান্নু মুক্ত হলেও আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল নান্নু বরিশালে ছিল নিষিদ্ধ।

প্রায় ৩০ বছর পর ভিপি নান্নুর সেই দাবী আজ পূরণ হয়েছে বলে তার সমর্থকরা জানিয়েছেন। তাদের দাবী ৫ আগস্ট ২০২৪ দুপুর ২:৩০ মিনিটের পর থেকে বাংলাদেশ শেখ হাসিনা মুক্ত হয়েছে। তার নামে ৩০টির বেশী রাজনৈতিক মামলা ছিল এবং একাধিক বার জেল খেটেছেন।

মাহবুবুল হক নান্নু দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠবিদ্যাপীঠ বিএম বিশ্ববিদ্যালয় কলেজে থেকে বি.কম (অনার্স), এম.কম (হিসাব বিজ্ঞান) পাশ করেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বীরসেনা গ্রামের মরহুম আতাহার আলী খানের মেঝো পুত্র।

নান্নু জানান, “১৯৭৯-৮১ (সূচনা) স্কুলজীবনে স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান (বীর উত্তম) এর দেশপ্রেম ও সততা দেখে রাজনীতির প্রতি আকৃষ্ট হই। শহীদ জিয়ার কালজয়ী দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদকে বুকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসাবে রাজনীতি শুরু করি। ১৯৮৭ সাল-সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সরকারী বি এম কলেজ ছাত্রদল। ১৯৮৯ সাল-সিনিয়র সহ-সভাপতি, সরকারী বি এম কলেজ ছাত্রদল। ১৯৯১ সাল-নির্বাচিত এ জি এস, সরকারী বি এম কলেজ ছাত্র সংসদ (ছাত্রদল মনোনীত)। ১৯৯১ সাল-নির্বাচিত সভাপতি, সরকারী বি এম কলেজ ছাত্রদল। ১৯৯৩-৯৪ সাল-নির্বাচিত ভিপি, সরকারী বি এম কলেজ ছাত্র সংসদ (ছাত্রদল মনোনীত)। ১৯৯৬ সাল- সহ-সভাপতি, (বরিশাল বিভাগ) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (এ্যানি- সোহেল কমিটি)। ১৯৯৮ সাল- সহ-সভাপতি, (বরিশাল বিভাগ) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (সোহেল- পিন্টু কমিটি)। ২০০০ সাল- সহ-সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (পিন্টু- লাল্টু কমিটি)। ২০০১ সাল- সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ। ২০০৮ সাল-যুগ্ম-আহবায়ক, ঝালকাঠি জেলা বিএনপি। ২০০৯ সাল-সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। ২০১৬ সাল- সহ-সাংগঠনিক সম্পাদক-(বরিশাল বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব পালন করে আসছি।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝