চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় প্রায় ১৭ বছরের বেসরকারি অধ্যায় শেষ হলো। সাইফ পাওয়ারটেক লিমিটেডের হাত থেকে দায়িত্ব বুঝে নিয়ে এবার থেকে টার্মিনালটি পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনীর অধীনে পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
গত ৬ জুলাই রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর হয় বন্দর কর্তৃপক্ষ ও ড্রাইডক লিমিটেডের কাছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট মেথড) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ নতুন দায়িত্বভার গ্রহণ করে সিডিডিএল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দর ও ড্রাইডকের নিজস্ব জনবল এখন থেকে লোডিং-আনলোডিং, কনটেইনার হ্যান্ডলিংসহ যাবতীয় অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছে। তার ভাষায়, ‘আগের তুলনায় অপারেশন আরও গতিশীল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হচ্ছে।’
দেশের সবচেয়ে আধুনিক কনটেইনার টার্মিনাল হিসেবে খ্যাত এনসিটি থেকে বছরে গড়ে ১২-১৩ লাখ কনটেইনার হ্যান্ডলিং হয়ে থাকে। প্রতি ঘণ্টায় ৩০টিরও বেশি কনটেইনার ওঠা-নামার সক্ষমতা থাকলেও অন্যান্য বার্থ ও টার্মিনালের গড় ক্ষমতা ঘণ্টায় ১৭-১৮টি। বর্তমানে পাঁচটি জেটির মধ্যে চারটিতে সমুদ্রগামী জাহাজ এবং একটিতে অভ্যন্তরীণ নৌযান নোঙর করতে পারে।
বন্দর সংশ্লিষ্টরা বলছেন, নতুন ব্যবস্থাপনায় অপারেশনাল দক্ষতা ও নিরাপত্তা—উভয়ই বৃদ্ধি পাবে। একইসঙ্গে খরচ ও সময় সাশ্রয় হবে, যা আমদানি-রপ্তানির গতি বাড়াতে সহায়ক হবে।
বন্দর ব্যবহারকারীদের আশা, ড্রাইডকের তত্ত্বাবধানে এনসিটি দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
এফপি/রাজ