ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অভিযানে উপজেলার রুপসদীর মা-বাবার দোয়া আদর্শ নার্সারিতে ৪৫০ এর অধিক ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসকরণ কর্মসূচী পরিচালনা করা হয়।
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় বাংলাদেশে এই দুটি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সরকার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। এই গাছগুলি মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে এবং তাদের পাতায় থাকা বিষাক্ত উপাদান মাটিকে বিষাক্ত করে তোলে, যার ফলে অন্যান্য গাছের বৃদ্ধি ব্যাহত হয়।
সোমবার বাঞ্ছারামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাসির উদ্দিন মা-বাবার দোয়া আদর্শ নার্সারিতে ৪৫০ এর অধিক আকাশমণি ও ইউক্যালিপটাস চারা সনাক্ত ও ধ্বংস করেন। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক কুমিল্লা অঞ্চল,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ মোঃ আজিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাক্ষণবাড়িয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো:সাইদুল হক ও মো:সাইফুল ইসলাম।
অভিযান পরিচালনার সময় কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে এখন থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করার প্রতি উৎসাহ প্রদান করেন।
তিনি আরো বলেন, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকি এই প্রজাতির গাছ মাটি থেকে অত্যধিক পানি শোষণ করায় মাটির আর্দ্রতা কমে যায়। এছাড়া, এই গাছের পাতায় থাকা টক্সিন গোড়ায় পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে বলে এগুলোর চারপাশে অন্য কোনো গাছ সহজে জন্মাতে পারে না এবং পোকা-মাকড় ও পাখি এই গাছে বাসা বাঁধে না।
এফপি/রাজ