Dhaka, Thursday | 3 July 2025
         
English Edition
   
Epaper | Thursday | 3 July 2025 | English
সক্ষমতার সীমা ছাড়িয়ে তেল পরিশোধনে ইস্টার্ন রিফাইনারির নতুন রেকর্ড
শাকিব খানের আগে ‘মেগাস্টার’ শব্দটা কানে লাগে: জাহিদ হাসান
সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো
মৃত্যুদণ্ড বাতিল হোলি আর্টিজান হামলার আসামিদের
শিরোনাম:

গজারিয়ায় মহাসড়কে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট

প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১২:১৩ পিএম  (ভিজিটর : ৬০)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রায় ৫কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার সকাল ১০টায় জামালদী থেকে আনারপুরা বাস স্ট্যান্ড পর্যন্ত ঢাকামুখী সড়কে এ যানজট সৃষ্টি হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা ১২টা পর্যন্ত যানজট অব্যাহত ছিলো।

জানা যায়, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর উঠে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এ যানজট ছড়িয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়ে পরিবহনের চালক ও যাত্রীরা।

তিশা পরিবহনের বাসের যাত্রী মিজান বলেন, অনেক সময় ধরে জ্যামে আটকা পড়ে আছি। ঢাকা ডাক্তার দেখানোর উদ্দেশ্য রওনা দিছি। গাড়ি ভাটেরচর আসার পর এগোচ্ছেনা। কখন শহরে যাবো সঠিক সময় বলা যাচ্ছে না।

ঢাকামুখী হানিফ পরিবহনের বাস চালক সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিনই এমন জট লেগে থাকে। হাইওয়ে পুলিশের সঠিক নজরদারি থাকলে এমনটা হতো না। আজ দুই ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান,মেঘনা সেতুর উপর  সড়ক দুর্ঘটনায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে নিরসনে কাজ চলছে। আশা করছি, খুব দ্রুত যানজট কমে আসবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝